বিনোদন

একসঙ্গে শাকিব-বুবলী

72893 sakib bubly
print news

শাকিব খান ও বুবলীর ছেলে শেহজাদ খান বীর স্কুলে ভর্তি হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) ভর্তি করানো হয়েছে তাকে। আর এ উপলক্ষে ফের একসঙ্গে দেখা গেলো শাকিব খান ও বুবলীকে। বীরের প্রথম দিনের স্কুল যাত্রার ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন বুবলী। যেখানে শাকিব খান ও বুবলী বীরকে স্কুলে নিয়ে যাচ্ছেন এমন ছবি দেখা যাচ্ছে। শুধু তাই নয়, মা-বাবা দুজনকে এতোই প্রাণোচ্ছ্বল দেখা যাচ্ছে যে মনে হচ্ছে না দুজনের মধ্যে কোনো সীমারেখা রয়েছে। বুবলী বলেন, আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজান এর স্কুলের প্রথম দিন। স্মৃতিচারণ করে বুবলী লেখেন, এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাটি হাটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নম্বরও আছে। আলহামদুলিল্লাহ! অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে!

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *