চট্টগ্রাম বাংলাদেশ

নদীতে মাছ নয় জেলের জালে প্লাস্টিকের বোতল

received 840807507674430
print news

মোঃ আজিজুল হক , পেকুয়া প্রতিনিধি :

নদীতে মাছ নয় জেলেদের জালে মেলে প্লাস্টিকের খালি বোতল। দখল দূষণের কারণে নদীতে মাছ বিলুপ্ত প্রায়। নদীকেন্দ্রীক জেলেরা কর্মহীন হয়ে পড়ে মানবেতর জীবন-যাপন করছে।
নদী রক্ষায় সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করলেও সংশ্লিষ্ট দপ্তর গুলোর দায়ীত্বহীনতায় এ করুণ দশা নদীগুলোর। দ্রুত উচ্ছেদ অভিযানসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট দফতরের কর্তাবাবুদের প্রতি জোর দাবী জানান বক্তারা।
গতকাল রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় পেকুয়া উপজেলার বঙ্গোপসাগরের মোহনা ভোলা খাল সংলগ্ন রাবারড্যাম এলাকায় বিশ্ব নদী দিবসে মানববন্ধন, জেলে উৎসব ও জেলেদের জীবন নিয়ে পথ নাটিকা অনুষ্ঠিত হয়।
ওয়াটার কিপার্স বাংলাদেশ,জাতীয় নদী জোট ও স্থানীয় পরিবেশ সংগঠন সেইভ ন্যাচার সেইভ লাইফ ফাউন্ডেশনের আয়োজনে পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবুল হাসেমের সভাপতিত্বে ও মরিয়ম মারিয়ার সঞ্চালনায় মুল প্রবন্ধ পাঠ করেন, সেইভ ন্যাচার সেইভ লাইফ ফাউন্ডেশন ট্রাষ্টি ও পরিবেশকর্মী দেলওয়ার হোসাইন, প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুদ্দিন খালেদ,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা বাবু সুপানন্দ বড়ুয়া, সহকারী মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, পরিবেশকর্মী সাংবাদিক জালাল উদ্দীন ও সাংবাদিক মোহাম্মদ হাশেম।
পেকুয়া উচ্চ বিদ্যালয়, পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষার্থী, শ্রমিক সংগঠন, মহিলা সমিতি, জেলেরা ও সাধারণ মানুষেরা একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
গানে গানে নদীর গুরুত্ব তুলে ধরেন বাউল শিল্পী জাকের হোসেন ও তার দল।
কর্মহীন জেলেদের জীবনচিত্রের নাটিকায় অভিনয় করেন পেকুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রুমি আক্তার ও জান্নাতুল নাঈমা।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *