মানিকগঞ্জে জনপ্রিয়তা পাচ্ছে আখ চাষ, দামে খুশি চাষিরা!


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আখের বাম্পার ফলন হয়েছে। এই উপজেলার মাটি আখ চাষের উপযোগি হওয়ায় ফলন অনেক বেশি হয়েছে। বর্তমান বাজারে আখের ব্যাপক চাহিদা রয়েছে। আখের ভালো দাম পেয়ে চাষিরা খুশি। আখ চাষে লাভবান হওয়ায় দিন দিন এর চাষ বৃদ্ধি পাচ্ছে।
জানা যায়, বিগত বছরের তুলনায় এ বছর আখের চাষ ভালো হয়েছে। এ বছর সাটুরিয়া উপজেলার চর সাটুরিয়া, রাধানগর, শেখরিনগর, ধুল্যা রায়পাড়া, পাড়াগ্রাম,জান্না, কৈট্টা, ধানকোড়াসহ বিভিন্ন এলাকায় বিগত বছরের তুলনায় এ বছর আখের চাষ বেশি হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের রাধানগর গ্রামের আখ চাষি জাহিদ হোসেন জানান, বিগত বছরের মত এ বছরও আখ চাষ করেছি। অন্য ফসলের তুলনায় আখ চাষে লাভ বেশি হয়। তাই প্রতি বছর আখ চাষ করি।
উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্টা গ্রামের আখ চাষি মো. হারুন জানান, অন্যান্য ফসলের তুলনায় আখ চাষে এত ঝামেলা নেই। আখের পাশাপাশি অন্যান্য ফসল রসুন,পেয়াজ, আলু, মোলা সরিষা,খেশারি মশুরীসহ চাষ করতে পারি। এক্ষেত্রে লাভের পরিমানটা বেশি হয়।
ধানকোড়া ইউনিয়নের বরুন্ডি এলাকার চাষি ফিরোজ হোসেন জানান, গত বছর ২০ শতক জমিতে আখ চাষ করে ভাল আয় করতে পারায় এবছর ৪৫ শতক জমিতে আখ চাষ করেছি। এবছর দ্বিগুন ফলন হয়েছে। ফলন বেশি হওয়ায় বেশি লাভবান হওয়ার আশা করছি।
উপজেলার কৈট্টা এলাকার চাষি অর্জুন সরকার জানান, অন্য ফসলের তুলনায় আখ চাষে বেশি সুবিধা। আখের পাশা পাশি অন্য ফসল চাষ করা যায় এতে করে আমাদের একটু লাভ বেশি হয়। বর্তমানে পাইকারি ব্যবসায়ীরা ক্ষেত থেকেই আখ কিনে নেয়। প্রতিটি আখের মূল্য পাচ্ছি ২০ থেকে ৪০ টাকা করে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিধ মোঃ খলিলুর রহমান বলেন, সাটুরিয়া উপজেলায় এবছর ২৫ হেক্টর জমিতে আখের চাষ হয়। গত বছর চেয়ে এ বছর আখ চাষ বৃদ্ধি পেয়ছে। আগামীতে আখ চাষ আরও বেশি হবে আশা করছি।