চট্টগ্রাম বাংলাদেশ

কবি মুহম্মদ নুরুল হুদার জন্মবার্ষিকী উপলক্ষে হুদা মেলা

FB IMG 1696058367657
print news

এম আবু হেনা সাগর,ঈদগাঁও :

জেলার ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জাতিসত্ত্বার কবি মুহম্মদ নুরুল হুদার জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য পরিসরে হুদা মেলার আয়োজন করলেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাতের সভা পতিত্বে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন, জেলা শিক্ষা অফিসার মো: নাসির উদ্দিন।
জন্মদিনের অনুষ্ঠানে বাঙালি জাতিসত্তার কবি ও বঙ্গোপসাগরীয় সভ্যতার ভূমিপুত্র মুহম্মদ নুরুল হুদা নিজেই উপস্থিত থেকে অনিন্দ্য সুন্দর আয়োজন সফল করে তুলেন।

হুদা মেলাকে ঘিরে বিদ্যালয়ের প্রবেশপথ কে যেন নবরূপে সাজানো হয়েছে। বেলুন আর ছাতায় দৃষ্টি কাটলো আগত অতিথিবৃন্দকে।সকালে কবি বিদ্যালয় প্রাঙ্গনে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাতসহ অন্যরা।
মেলা উপলক্ষে বিদ্যালয়ের হলরুম আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি,নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলা একাডেমীর মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদার জন্মদিন উদযাপন উপলক্ষে ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত হুদা মেলা স্মারক ‘বরণকুলায়’ মোড়ক উন্মোচন করা হয়।

হুদামেলায় উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নজিবুল ইসলাম,শিক্ষাবিদ গিয়াস উদ্দিন,
কক্সবাজার সাহিত্য একাডেমীর সভাপতি নুরুল ইসলাম,কবি রুহুল কাদের বাবুল,জেলা সেচ্ছা সেবক লীগের সাবেক সদস্য সচিব এডভোকেট একরামুল হুদা,পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলম শফি, মাস্টার নুরুল আজিম, হুমায়ূন সিদ্দিকী, জাহাঙ্গীর মোহাম্মদ,কাফি আনোয়ার,মনির ইউসুফসহ দূর দূরান্ত থেকে আগত কবি সাহিত্যিক,বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীগণ।

শেষে কবি মুহম্মদ নুরুল হুদা নিজে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করেন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *