রাজনীতি

কণ্ঠশিল্পী মমতাজ বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য

image 28629 1696503428
print news

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ উপকমিটির চেয়ারম্যান হয়েছেন প্রফেসর ড. খন্দকার বজলুল হক এবং সদস্য সচিব করা হয়েছে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনকে। উপকমিটিতে ১৪ জনকে সদস্য রাখা হয়েছে। এদের মধ্যে ৯ জন মন্ত্রী ও ৫ জন এমপি রয়েছেন। উপকমিটিতে সদস্য হিসেবে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়কেও রাখা হয়েছে।

এ প্রসঙ্গে এমপি মমতাজ বেগম বলেন, যে কোনো পদই দলের প্রতি দায়িত্ব বাড়িয়ে দেয়। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আমাকে এ পদে নির্বাচিত করার জন্য কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিবের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *