স্বাস্থ্য

সঠিক জায়গায় সঠিক লোক

observerbd.com 1695397241
print news
ডেঙ্গুর রোগীর জন্য প্রতিটি থানা ও জেলায় সরকার কতৃক নিদিষ্ট হাসপাতাল ও ক্লিনিক নিদিষ্ট করে দেওয়া হউক কারন নিম্ন মানের ক্লিনিকগুলো নিম্নমানের কিট ব্যবহাড় করে তারা কমদামি+ (কিট বা টেষ্ট রিজেন্ট বা টেষ্ট করার ঔষধ)  ব্যবহাড় করে ফলে নরমাল জ্বর, টাইফয়েড জ্বর, বা যে কোন কারনে জ্বরের রোগী টেষ্ট করে ডেঙ্গু পজেটিভ রিপোর্ট দিচ্ছে। একটা গরীব মানুষ ৩০০ টাকা খরচ করে টেস্ট করে আবার সঠিক রিপোর্ট করার জন্য ভাল ক্লিনিক রিপিড করাতে পারে না। একমাত্র বাংলাদেশে প্যাথলজি পরিক্ষা র জন্য সকল ঔষধ ১০০% আমদানি করা হয় কিন্তু আমদানি রিজেন্ট ভাল কিনা তা পরিক্ষা করা হয় না। এই সুযোগে কিছু অসাধু ব্যবসাহি নিম্ন মানের কিট রিজেন্ট দেশে এনে ইউরোপীয় সিল ও প্যাকেট দিয়ে বিভিন্ন হাসপাতালে বিক্রি করে আর হাসপাতাল মালিকগন কম দামে পেয়ে খুশি হয়ে সে সব জিনিস দিয়ে টেস্ট করে ফলে ১০০% রোগী র রিপোর্ট ভুল হয়।
সবাই শেয়ার দিয়ে জনমত সৃষ্টি করুন স্বাস্থ্য নিয়ে ব্যবসা নয়। বাঁচতে হলে জানতে হবে। হাসপাতাল ভিজিটিং সময় টিমে অবশ্য ই যারা ল্যাব বা প্যাথলজিতে লেখা পড়া করি বিশেষজ্ঞ তাদের রাখতে হবে কারন তারা ভূয়া ঔষধ নিনয় করতে পারবে কিন্তু ওখানে রাখা হয় প্রশাসনের লোক।
সঠিক জায়গায় সঠিক লোক দিয়ে তদন্ত হউক।
মো৷ তাহেরুল ইসলাম
প্রভাষক
বরিশাল আইএইচটি

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *