বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান কন্যার কোটি টাকার রাজসিক বিয়ে!
মামুনুর রশীদ নোমানী,বরিশাল : সপ্তাহখানেক ধরে ব্যাপক আয়োজন। বাড়ির অন্দর-বাহির জুড়ে অভিজাত সাজ-সজ্জা মিলিয়ে সে এক রাজসিক আয়োজনই বটে!।খাবারের জন্য আয়োজন করা হয় বরিশাল ক্লাবে।ভাড়া বাবদ দেয়া হয় ৭৫ হাজার টাকা।তবে এখনো ভ্যাট পরিশোষ করা হয়নি বলে জানালেন বরিশাল ভ্যাট অফিসের উপ কমিশনার মো: নেয়ামুল হাসান। বরিশাল শিক্ষা বোর্ডের বিতর্কিত চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী […]