দরদ’র ভারত অংশের শুটিং শেষ
ইত্তেহাদ নিউজ অনলাইন ডেস্ক : ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহান জুটি বেঁধে অভিনয় করছেন সর্বভারতীয় ছবি ‘দরদ’-এ। এ ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। সম্প্রতি একটি গানের দৃশ্যের শুটিং হয়েছে ছবির। আর তাতে শাকিব-সোনালকে পাওয়া গেল অন্যরকম রসায়নে। জানা গেছে, ‘এই ভাবাও এই ভাসাও, বুকেরই মাঝে হারাও’ শিরোনামের গানটি গেয়েছেন বালাম। […]