আদদ্বীনের ওটিতে গেল শিক্ষার্থী, বের হলো লাশ হয়ে
ঢাকা প্রতিনিধি : ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বসুন্ধরা আদদ্বীন হাসপাতালে এপেন্ডিসাইটিস অপারেশন করাতে গিয়ে মারা গেছেন পঞ্চম শ্রেণির ছাত্রী তাছিয়া জাহান তনায়া (১২)। সে সোনারগাঁও উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষার্থী।নিহতের পিতা মনিরুজ্জামান জানান, আমার মেয়ে পেটে ব্যথা অনুভব করলে সোমবার আদদ্বীন হাসপাতালে নিয়ে যাই। এরপর ডাক্তার বলেন, এটা এপেন্ডিসাইটিসের ব্যথা। তারপর অপারেশন করার কথা বলে […]