কাতারে ‘ট্রেডমার্ক বাইক জোন’র যাত্রা শুরু
আবুল কালাম ফয়সাল,কাতার প্রতিনিধি : কাতারে ট্রেডমার্ক গ্রুপ কাতারেবেকার প্রবাসীদের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।এরই ধারাবাহিকতায় প্রবাসী বাংলাদেশী অধ্যূষিত নিউ মদিনা মুররা এলাকার তালাবাত মার্টের পাশে গ্রুপের চতুর্থ প্রতিষ্ঠান ‘ট্রেডমার্ক বাইক জোন’ এর যাত্রা শুরু হয়।গ্রুপের স্পন্সর খালেদ বিন আহমেদ সালাহ এবং আবু বক্কর বিন সাইদ আব্দুল্লাহকে সাথে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের […]