ভাইভা দিলেন নেকাব পরা সেই ইবি ছাত্রী
ইবি প্রতিনিধি : নেকাব পরায় ভাইভা না নেওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সেই ছাত্রীর দেড় মাস পর ভাইভা নেওয়া হয়েছে। ভিসির নির্দেশে শনিবার বেলা ১১টার দিকে এককভাবে ওই ছাত্রীর ভাইভা নেন বিভাগের শিক্ষকরা। বিভাগীয় সভাপতি শিমুল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। বিভাগীয় সূত্রে জানা যায়, ভাইভার আগে নারী শিক্ষক দ্বারা ওই ছাত্রীর পরিচয় […]