ইসলামাবাদ-ইসলামপুর এলাকার ৯ জেলে নিখোঁজ : পরিবারে আহাজারি
ঈদগাঁও প্রতিনিধি : বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়ে ইসলামাবাদ ও ইসলামপুর ইউনিয়নের ৯ জেলে ১১দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিখোঁজ পরিবারে চলছে আহাজারিসহ আর্তনাদ।নিখোঁজ জেলেরা হলো,ইসলামাবাদ পশ্চিম বোয়ালখালীর আলী আকবর ছেলে ইয়াকুব, মৃত দানু মিস্ত্রির ছেলে আবু তাহের ,আবুল কাসেমের ছেলে রিয়াদুল ইসলাম,পূর্ব বোয়াল খালী মৃত মোজাহের বৈদ্যের ছেলে হাফিজুর রহমান, […]