ঐশ্বরিয়া-শ্বেতা, শান্তি ফিরল বচ্চন পরিবারে?
ইত্তেহাদ অনলাইন ডেস্ক : ছেলে অনন্ত আম্বানির বিয়েতে পুরো বলিউডকে গুজরাটের জামনগরে হাজির করেছেন ভারতের ধনকুবের রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। বলিউডের সব বড় বড় তারকারা হাজির হন সেখানে। শুধু হাজিরই হননি, নেচে-গেয়ে মাতিয়েছেন অতিথিদের। অনুষ্ঠানে দেখা গেছে পুরো বচ্চন পরিবারকেও। বাদ যাননি ঐশ্বরিয়া রায়ও। এ অভিনেত্রীকেও দেখা গেছে আম্বানিপুত্রের বিয়েতে।সম্প্রতি মায়ানগরিতে খুবই আলোচনা হচ্ছিল যে, […]