কক্সবাজার-কস্তুরাঘাটের নতুন সেতুতে পর্যটকদের উপচেপড়া ভীড়
এম আবু হেনা সাগর, ঈদগাঁও : কক্সবাজারের বাঁকখালী নদীর উপর কস্তুরাঘাট- খুরুশকুলের নির্মিত নতুন সেতুটি খুললো। এতে আরেক বিনোদন কেন্দ্রের দ্বার উন্মোচিত হলো।সেতুটি খুলে দেওয়া পরপরই অসংখ্য দর্শনার্থীর ভীড় যেন চোখে পড়ার মতো। নতুন এই সেতুকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিল স্থানীয় কিংবা দূরদূরান্তের পর্যটকদের মাঝে। ২০২৩ সালের শেষ ও ২০২৪ সাল শুরুর আগেই […]