কঙ্গনার গালে জওয়ানের চড়,রীতিমত হইচই
ইত্তেহাদ নিউজ ডেস্ক : লোকসভা ভোটে জয়ের আনন্দে আত্মহারা কঙ্গনা রানাউত। তবে সেই আনন্দ যেন মাটি হয়ে গেল এক নিমিষেই!হঠাৎ করেই হেনস্থার মুখে পড়তে হল বিজেপির সদ্য জয়ী সংসদ সদস্যকে। এক সিআইএসএফ নারী জওয়ানের হাতে থাপ্পড় খেলেন কঙ্গনা!রীতিমত হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবার বিকালে মান্ডি থেকে বিপুল ভোটে জিতে দিল্লি রওনা দিতে চন্ডিগড় এয়ারপোর্টে […]