মমতাজকে ভদ্রভাষায় কথা বলারও পরামর্শ এমপি টুলুর
ঢাকা প্রতিনিধি : সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও তার সাবেক স্বামী মেয়র রমজান আলীকে একহাত নিলেন মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র এমপি জাহিদ আহম্মেদ টুলু। মমতাজকে ভদ্রভাষায় ও সম্মান দিয়ে কথা বলারও পরামর্শ দেন বর্তমান এমপি টুলু। মমতাজকে উদ্দেশ করে তিনি বলেন, আমরা আপনার মতো ‘হাটে-ঘাটে রাস্তাঘাটে গাইয়া বেড়াই নাই! আর রাস্তা থেকেও উঠে আসিনি! ভুয়া […]