ইসরায়েলি বেষ্টনীতে বন্দি পশ্চিম তীরের সিনজিল, যেন এক বিশাল কারাগার
অনলাইন ডেস্ক : ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর সিনজিল এখন কার্যত একটি ‘বড় কারাগারে’ পরিণত হয়েছে। শহরটির পূর্ব প্রান্তজুড়ে পাঁচ মিটার উঁচু ধাতব বেষ্টনী, ভারী ফটক এবং একমাত্র প্রবেশপথে সেনা চৌকিতে পাহারা বসিয়েছে ইসরায়েলি বাহিনী। সন্তানদের নিয়ে বসবাসকারী বায়ান্ন বছর বয়সী মুসা শাবানেহ হতাশার চোখে দেখছিলেন, কীভাবে তার নার্সারির মাঝখান দিয়ে বেড়া বসানো হচ্ছে। […]