বাংলাদেশে ডেনমার্কের নারী আশা ওয়েলিস ছুটে বেড়াছেন বাবা-মায়ের খোঁজে
খুলনা প্রতিনিধি : মা-বাবার খোঁজে আবারো বাংলাদেশে এসেছেন ডেনমার্কের নারী আশা ওয়েলিস। গত তিন দিন ধরে বাবা-মায়ের খোঁজে ছুটে বেড়াছেন খুলনা মহানগরীর অলিগলি থেকে মন্দির-গীর্জা সবখানে। ছুটে গেছেন খুলনা পুরাতন রেল স্টেশনেও, যেখান থেকে ১৯৭৫ সালে ডলি মণ্ডল নামে এক নারী তাকে ঢাকায় নিয়ে ২৬ ইসলামপুর রোডের মিশনারিস অব চ্যারিটিতে দেন। তখন তার বয়স […]