1713345687 aa744d7a990597cb49cd7efcd907877a বাংলাদেশ বরিশাল

ঝালকাঠিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত বেড়ে ১৪

ইত্তেহাদ নিউজ,ঝালকাঠি : ঝালকাঠির গাবখান টোলপ্লাজায় সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ও তিনটি অটোরিক্সা নিয়ে খাদে পড়ে নারী, শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন।বুধবার (১৭ এপ্রিল) দুপুর দুইটায় এ দুর্ঘটনা ঘটে।ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে রাজাপুরের দিক থেকে বরিশালের উদ্দেশ্যে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক গাবখান ব্রিজ […]