ঝালকাঠি সড়ক বিভাগের কম্পিউটার অপারেটর নবীন দুই যুগ ধরে একই কর্মস্থলে
মামুনুর রশীদ নোমানী,বরিশাল : ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের কম্পিউটার অপারেটর মো. নূর নবীন হাওলাদার ওরফে নবীন প্রেষণেসহ দুই যুগ ধরে কর্মরত এখানে। বরগুনা জেলায় তার কর্মস্থল হলেও তিনি রহস্যজনক কারণে বেছে নিয়েছেন ঝালকাঠিকে। অভিযোগ রয়েছে, সওজ বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলীর সাথে সখ্যতার সুযোগে তিনি এখানে প্রভাব বিস্তার করে সিন্ডিকেট গড়ে তোলেন। মাস্টার রোলে যোগদান […]