বরিশালে আর এক বেনজির নাসির মল্লিক: সম্পদের পাহাড়
* বানাচ্ছেন রাজবাড়ি মামুনুর রশিদ নোমানী, বরিশাল : সাবেক আইজিপি বেনজির আহমেদ নিয়ে আলোচনা সারাদেশে। একই ধারায় বরিশালে আলোচিত হচ্ছেন নাসির উদ্দিন মল্লিক। এসআই হিসেবে যোদান কারী পুলিশের এই কর্মকর্তা বর্তমানে সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে সিআইডিতে ভোলায় কর্মরত। এই ‘অতি কামেল’ পুলিশ কর্মকর্তার বাড়ি বাকেরগঞ্জে। এদিকে অনেকেই মনে করেন, সহায় সম্পদে বেনজির কিংবা মতিউরের […]