বরিশালে মুক্তিযোদ্ধার বাড়ি দখল করেছে এক পুলিশ কনস্টেবল
বরিশাল অফিস : বেনজিরের মতো দাপটের আইজি নন, আছাদুজ্জামান মিয়ার মতো ডিএমপির কমিশনার নন, এমনকি জামিল হাসানের মতো বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজিও নন; পুলিশের সাধারণ এক কনস্টেবল মোঃ নাজমুল হক। কিন্তু তাতে কী? তার দাপটেই অনেকটাই থরকম্প অবস্থা। অবিশ্বাস্য হলেও সত্য, বীর মুক্তিযোদ্ধা এবং সরকারের উচ্চপদস্থ সাবেক কর্মকর্তা আমিনুর রহমান খানের বাড়ি দখল করে রেখেছেন […]