4a3aab2c6e4ec420f6094476bddc8f47 ইত্তেহাদ এক্সক্লুসিভ

বরিশাল আইএইচটির হোস্টেল সুপার ডা. সানজিদার বিরুদ্ধে আন্দোলনের খেসারত দিচ্ছে ১৩ শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন: বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) সহকারী অধ্যাপক ও হোস্টেল সুপার ডা. সানজিদা শহীদের বিরুদ্ধে আন্দোলন করায় খেসরাত দিতে হচ্ছে ১৩ শিক্ষার্থীকে। আকস্মিকভাবে ওই শিক্ষার্থীদের হোস্টেল থেকে কেন বহিষ্কার করা হবে না উল্লেখ করে নোটিশ দেওয়া হয়েছে। এর পর থেকে শিক্ষাজীবন নিয়ে উৎকণ্ঠায় পড়েছেন ওই শিক্ষার্থীরা। এ দিকে, হোস্টেল সুপার সানজিদার বিরুদ্ধে অভিযোগ […]