হানিমুন নয়, বিয়ের পর তীর্থক্ষেত্রে ছুটলেন রাকুল-জ্যাকি
ইত্তেহাদ অনলাইন ডেস্ক : বিয়ের পর যেখানে বিটাউনের সিংহভাগ সেলেবরা দেশের বাইরে মধুচন্দ্রিমার ট্রেন্ড সেট করেছেন, সেখানে নবদম্পতি রাকুলপ্রীত সিং, জ্যাকি ভাগনানি হাঁটলেন অন্যপথে। গোয়ায় জমজমাট বিয়ের পর, মুম্বাইয়ে সদ্য সুখের সংসার পেতেছেন রাকুল-জ্যাকি। কিন্তু হানিমুনে না গিয়ে তারকাদম্পতি ছুটলেন তীর্থক্ষেত্রে। কোথায় গিয়েছেন? নবপরিণীতা রাকুলপ্রীতের ইনস্টা স্টোরিতেই মিলল সেই সন্ধান। পরিবার নিয়ে অমৃতসরের স্বর্ণমন্দিরে পূজা […]