বোরহানউদ্দিনে ঘোড়ায় চড়ে ভিক্ষা
ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ঘোড়ায় চড়ে ভিক্ষা করা সেই জালু মিয়া ঘর তৈরির জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থকে পেলেন সরকারি টিন। শুক্রবার (২২ মার্চ) ইউএনও রায়হান-উজ্জামান তার কাছে টিন হস্তান্তর করেন। ঘর নির্মাণের জন্য টিন পেয়ে আনন্দিত জালু মিয়া।জালু মিয়া ওরফে জালাল আহমেদ। সাচড়া ইউনিয়নের দরুন গ্রামের মৃত আ. মতলেবের ছেলে। তার কোনো জায়গা-জমি […]