ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকার প্রকল্পের কাজ তদারকির সময় নেই এলজিইডি কর্মকর্তাদের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : নিম্নমানের নির্মাণ সামগ্রীতে তৈরি প্যালাসাইডিং বলি। যাতে রডও দেয়া হয়নি ঠিকঠাক মতো। কাজের সাইটে পৌঁছতে না পৌঁছতে সেগুলোর বেশির ভাগই ভেঙে গেছে। ভাঙা-দুর্বল এসব বলি বসানোও সারা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২ কোটি টাকার একটি রাস্তার কাজের শুরু এভাবেই। এক সপ্তাহ আগে শুরু হওয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)এর এই কাজ কেমন হবে সেটি এরই […]