শীতের আগমনী বার্তা নিয়ে হেমন্ত
মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি: ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ছয়টি ঋতুর ধারাবাহিকতা শষ্য সমৃদ্ধ বাংলাদেশকে করে তোলে বৈচিত্র্যময়। শীতের আগমনী বার্তা নিয়ে ইতিমধ্যেই হেমন্ত ঘরের দুয়ারে। হেমন্ত যেমন নবান্ন উৎসবের বার্তা দেয় তেমনি সকাল ও সন্ধ্যায় কুয়াশা ভেজা ফসল ও ঘাস শীতের জানান দেয়। ধান ক্ষেতে দেখা মিলছে হিমহিম শিশির বিন্দু। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়তেই […]