জালে উঠছে মাছ, ধারদেনা পরিশোধের আশায় ভোলার জেলেরা
সাব্বির আলম বাবু: নদীতে মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে মিলছে কাক্সিক্ষত ইলিশ, পাঙাশ ও পোয়াসহ বিভিন্ন জাতের মাছ। এতে হাসি ফুটেছে জেলেদের মুখে। আরও পাঁচ-ছয়দিন এভাবে জালে মাছ পেলে নিষেধাজ্ঞার সময় যে ধারদেনা হয়েছে তা পরিশোধ করে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে, সে আশাই করছেন বলে জানিয়েছেন জেলেরা।ভোলা […]