বেহাল শিক্ষা এবং রুটিন ভিসি
আলম রায়হান : শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড। কিন্তু মেরুদণ্ডের হালহকিকত কী? কেমন চলছে দেশের শিক্ষার ধারা? এ প্রশ্নের সর্বজনীন উত্তর দেওয়ায় ঝুঁকি আছে। কারণ, নিরপেক্ষভাবে যা বলা হবে, তার বিপরীতে বড় গলায় বলা হবে সরকারের পক্ষ থেকে। এ ক্ষেত্রে কেউ কেউ আবার ‘চোরের মার বড় গলা’ প্রবচনকে ছাড়িয়ে যান। এটি সব সরকারের সময়ের বাস্তবতা। […]