বিচারের বাণী নিভৃতে কাঁদে: প্রিয় মহিউদ্দিন স্যারকে হত্যা করা হয়েছে? না মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে?
মামুনুর রশীদ নোমানী: বরিশাল শহরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মহিউদ্দিন স্যার।মেধাবী এই শিক্ষকের মৃত্যু রহস্য এখনো উদঘাটিত না হওয়ায় জনমনে দেখা দিয়েছে অজানা শংকা। হালিমা খাতুনে সংঘটিত দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কারনে তাকে স্কুলের অভ্যান্তরে ও বাইরে প্রান নাশের হুমকি দেয়া হয়।করা হয় লাঞ্চিত।লাঞ্চিক ও হুমকির কারনে ভুগতেছিলেন নিরাপত্তাহীনতায়।কোতয়ালী মডেল থানা ও বরিশালের জেলা […]