বাবার সঙ্গে নামাজে বেরিয়ে লাশ হলো সমুদ্র
ইত্তেহাদ নিউজ,মুন্সীগঞ্জ : ১৯শে জুলাই বাবার সঙ্গে পবিত্র জুমার নামাজ পড়তে মসজিদে গিয়েছিল মোস্তফা জামান (সমুদ্র) (১৭)। নামাজ শেষে রাজধানীর রামপুরায় বাসায় ফিরে যান বাবা। বাবাকে শেষ বারের মতো সমুদ্র জানিয়েছিল, বন্ধুদের সঙ্গে দেখা করে বাসায় ফিরবে। বাসায় ফিরে যাওয়া হয়নি সমুদ্রের- হয়েছে হাসপাতালে যেতে। বাবা-মায়ের স্বপ্ন, বোনদের ভালোবাসা হয়েছে লাশ। সমুদ্রের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ […]