যশোরে যুবককে ছুরিকাঘাত : পাঁচিদন পার হলেও গ্রেফতার হয়নি কোনো আসামী!
যশোর প্রতিনিধি : যশোরের ঝুমঝুমপুর চান্দের মোড়ে প্রকাশ্যে সিয়াম মাহমুদ নিলয় নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হলেও বীরদর্পে প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে আসামীরা। এলাকা ঘুরে জানা যায়, আসামী সাকিব, তামিম, তাভিরও প্লাবন সকলে স্থানীয় এক প্রভাবশালী নেতার ছত্র ছায়ায় কিশোর গ্রুপের সদস্য। এলাকায় নানা প্রকার অপরাধমূলক কাজে তাঁরা জরিত, এর আগেও সবার নামে […]