কলাপাড়ায় কমেছে রাখাইন সম্প্রদায়
ইত্তেহাদ নিউজ,ঢাকা : পটুয়াখালীর কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নে নয়াপাড়া রাখাইন বৌদ্ধবিহার। এটিকে কেন্দ্র করে এখানে ছয়টি রাখাইন পরিবার বসবাস করছে। বিহারের পাশেই রয়েছে সুপেয় পানি পানের জন্য ১২০ বছরের পুরোনো পুকুর, ব্রিটিশ নির্মিত শ্মশান। তবে এসব স্থাপনার জমিতে নজর পড়েছে ভূমিদস্যুদের। অবশ্য রাখাইনদের জমি দখলের চিত্র শুধু নয়াপাড়ায় নয়, পটুয়াখালী ও বরগুনা জেলার সব রাখাইন পল্লিতেই। […]









