রাজের সঙ্গে প্রেম হওয়ার সুযোগ নেই: মন্দিরা
ইত্তেহাদ নিউজ,ঢাকা : ‘কাজললেখা’ সিনেমায় রাজের বিপরীতে নায়িকা হয়ে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। ঈদে মুক্তি পাওয়া এই সিনেমা নিয়ে রাজের সঙ্গে হলে হলে ঘুরে বেড়াতে দেখা গেছে মন্দিরাকে। ফলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলেও গুঞ্জন বইছে ঢালিউড পাড়ায়। এমন গুঞ্জনের মুখেই মন্দিরা জানিয়ে দিলেন রাজের তার ভালো বন্ধুত্ব। তাদের মধ্যে প্রেম হওয়ার সুযোগ নেই। […]