সাজার আদেশের কপি পায়নি রানার পরিবার, আপিলে বিলম্ব
মোহাম্মদ দুদু মল্লিক ,শেরপুর ব্যুরো: ‘দৈনিক দেশ রূপান্তর’ পত্রিকার শেরপুরের নকলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালতে সাত দিন আগে সাজা দেয়া হলেও আজও মিলেনি তার সাজার রায়ের কপি। ফলে এখনো আপিল করতে পারেনি রানার পরিবার।উল্লেখ্য,নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি প্রকল্পের তথ্য চেয়ে আবেদন করেন সাংবাদিক রানা।গত ৫ মার্চ মঙ্গলবার তিনি আবেদনের রিসিভ কপি চাইতে […]