জেলা প্রশাসনের অনুমোতি না থাকলেও শ্রীবরদী সীমান্তে চলছে বালু হরিলুট
মোহাম্মদ দুদু মল্লিক ,শেরপুর : বালু মহাল ইজারা হলেও মামলার বেড়াজালে আটকে রয়েছে বালু উত্তোলনের আদেশ। ফলে জেলা প্রশাসন থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে আদালত অমান্য করে চলছে তাওয়াকুচা বালু মহালের বালু হরিলুট। শুধু নদীর বালু নয়, সাথে লুট হচ্ছে ভূ-গর্ভস্থ খনিজ সম্পদ সাদা বালুও। শেরপুরের শ্রীবরদী উপজেলার ভারতঘেঁষা খাড়ামোড়া-বালিজুড়ি […]