কীর্তিতে অনন্য নাজমুন নাহার রীনা : ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার,হয়েছেন সফল উদ্যোক্তা
বরিশাল অফিস : নাজমুন নাহার রীনা। একজন প্রচার বিমুখ নারী উদ্যোক্তা।একে একে পেয়েছেন অসংখ্য সম্মাননা। সরকার থেকে শুরু করে বেসরকারিভাবে কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন পদকও। মহিলা বিষয়ক অধিদপ্তর ঘোষিত বরিশাল বিভাগে শ্রেষ্ঠ পাচঁ জয়ীতার একজন নাজমুন নাহার রীনা। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসেবে রীনা ক্রেস্ট, নগদ ২৫ হাজার টাকা এবং সনদপত্র অর্জন করেন। আরটিভি জয়া আলোকিত […]