মাদক চক্রের নেপথ্য খেলার মামলায় সাংবাদিক আলম রায়হানের জামিন লাভ
বরিশাল অফিস : বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ভূমিদস্যু ও মাদক চক্রের গড ফাদার”র নেপথ্য খেলার সাজানো মামলায় সাংবাদিক আলম রায়হান ১৫ মে জামিন লাভ করেছেন। ভূমিদস্যু ও মাদক চক্রের গড ফাদার জনাব খানের নেপথ্য খেলার সাজানো মামলায় বরিশাল মেট্রোপলিটান পুলিশের ওসি মো: আলমগীর হোসেন ২৫ মার্চ আদালতে মনগড়া ও মিথ্যা প্রতিবেদন দাখিল করেন। […]