সাংবাদিকতায় একজন সাঈদুর রহমান রিমন
পারভেজ মুন্না: জানা, শেখা, মেধা আর শ্রমের সমন্বয়ে সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র সাঈদুর রহমান রিমন-আজ তিনি নিজেই শুধু নিজের প্রতিদ্বন্দ্বী। ফিল্ড পর্যায়ের সাংবাদিকতায় তার অর্জনের ধারে কাছেও কেউ নেই। এটা একবাক্যে সকলেই শিকার করেন। প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত তার লেখা সংবাদের রেকর্ড দেখলে চক্ষু চড়ক গাছ হয়ে উঠে। দেশ সেরা বিভিন্ন দৈনিকে চার সহস্রাধিক লীড, ব্যাক লীড […]