বরিশালের মুর্তিমান আতংক সাদিক আব্দুল্লাহ পালিয়ে গেছে আমেরিকায়,সহযোগীরা ভারতে
আহমেদ আবু নাইম,ইত্তেহাদ নিউজ : সাদিক আব্দুল্লাহ।কার্য্যক্রম স্থগিত বরিশাল মহানগর আ.লীগের সাধারন সম্পাদক।বিসিসির সাবেক মেয়র।৫ আগষ্ট ‘২৪ এ শেখ হাসিনা পালিয়ে ভারত যাওয়ার পরেই বরিশাল থেকে পালিয়ে যান সাদিক আব্দুল্লাহ।ইত্তেহাদ নিউজের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান,সাদিক আব্দুল্লাহ বরিশাল থেকে পালিয়ে ভারত হয়ে আমেরিকা গেছেন।তাকে আমেরিকায় দেখা গেছে। সুত্রটি আরো জানায়,সাদিক আব্দুল্লাহ বরিশালের নেতা কর্মীদের […]