সুশান্ত পালের ১৮ লাখ ফলোয়ারের ফেসবুক পেজ উধাও!
ইত্তেহাদ নিউজ,ঢাকা : ফ্যান-ফলোয়ারদের আগাছা বলে মন্তব্য করার পর এবার ফেসবুক পেজ হারালেন ৩০তম বিসিএসের কাস্টমস কর্মকর্তা ও জনপ্রিয় ক্যারিয়ারবিষয়ক বক্তা সুশান্ত পাল। শনিবার (১৩ জুলাই) রাত ৯টা ২১ মিনিটে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে সুশান্ত পাল লিখেছেন, ‘আমার ভেরিফাইড পেইজটি সম্ভবত হ্যাকাররা রিমুভ করে দিয়েছেন। কিছুই বলার নেই। সবকিছুর ভার ঈশ্বরের হাতে ছেড়ে দিলাম। আপনারা ভালো […]