হেভিওয়েট ও কিংসরা ধরাশায়ী
ইত্তেহাদ ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচনে সবচেয়ে আলোচিত ছিল কিংস পার্টি এবং মহাজোটের শরিকরা। তবে এবার ভোটের মাঠে ধরাশায়ী হলেন কিংস পার্টির কিংসরা এবং নৌকায় ওঠা মহাজোটের হেভিওয়েট প্রার্থীরা। বিএনপি থেকে বিতারিত শমসের মুবিন চৌধুরী এবং তৈমুর আলম খন্দকার এবার তৃণমূল বিএনপি পুর্নগঠন করে নির্বাচনে অংশ গ্রহণ করে। রাজনৈতিক অঙ্গনে তারা কিংস পার্টি হিসাবে পরিচিতি লাভ […]