জন্মভিটা দেখতে বরিশালে শংকর ব্যানার্জী
বরিশাল অফিস : নবায়নযোগ্য বিদ্যুৎ বিশেষজ্ঞ হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত শংকর ব্যানার্জীর আদি বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে। দেশভাগের কারণে জন্মভিটা ছেড়ে কলকাতা পারি জমালেও নাড়ির টান আজও রয়ে গেছে অন্তরে।তাদের রেখে যাওয়া পঞ্চাশ একরের বেশি জমিতে গড়ে উঠেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারই আওতায় বর্তমানে আছে কৃষি গবেষণা ইন্সটিটিউট ও আঞ্চলিক হর্টিকালচার সেন্টার। কৃষি গবেষণায় […]