মেহেন্দিগঞ্জে শীতের আমেজে কদর বেড়েছে চিতই ভাপার
রাজিব তাজ : শীতের আমেজ শুরু হতে না হতেই মেহেন্দিগঞ্জের মোড়ে মোড়ে থাকা রাস্তার পাশের ভ্রাম্যমাণ দোকান গুলোতে বেড়েছে চিতই ও ভাপা পিঠার বেশ কদর। গরম গরম ধোঁয়া উড়া ভাপা পিঠা ও ঝালে একাকার ভর্তা মেশানো চিতই যেনো এক আর্কষণীয় খাবার। বন্দরের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে দেখা যায় যে, পিঠা খাওয়ার কাস্টমারদের উপচে পড়া […]