জান্নাতুল ফেরদৌস আইভী : যে নাম ছড়িয়ে গেল সবখানে
তায়েব মিল্লাত হোসেন : আড়াই দশক আগের ঘটনা৷ রান্নাঘরে দুর্ঘটনায় শরীরের ৬০ শতাংশ পুড়ে যায় জান্নাতুল ফেরদৌস আইভীর৷ তারপর থেকে পোড়া ক্ষত নিয়ে বেঁচে থাকার দীর্ঘ সংগ্রাম তার৷ আইভী শুধু নিজের লড়াইয়েই ব্যস্ত থাকেননি৷ একটা সময় বাংলাদেশের ‘দগ্ধ প্রতিবন্ধী’ নারীদের অধিকারের পক্ষেও সোচ্চার হন, কাজ শুরু করেন তৃণমূলে, প্রতিষ্ঠা করেন বেসরকারি সাহায্য সংস্থা-এনজিও ‘ভয়েস অ্যান্ড […]