ঈদগাঁও-ঈদগড় সড়কে যুবক অপহরণ : ৩ লাখ টাকা মুক্তিপণ দাবী
ঈদগাঁও প্রতিনিধি : ঈদগাঁও-ঈদগড় সড়কে তারেকুর রহমান নামের এক যুবক অপহৃত হয়েছে। সোমবার রাত পৌন ১২টার দিকে পানেরছড়া ঢালায় এ ঘটনা ঘটে। তারেক ঈদগড় ধুমছাকাটার ওসমানের ছেলে।ঈদগড় ১নং ওয়ার্ড এমইউপি খোরশেদ আলম জানান,সোমবার রাতে তারেক তার টমটম অটো রিকশা নিয়ে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় যাচ্ছিলেন। এই সময় তার সঙ্গে ছিলেন শহিদুল ইসলাম,জাহেদ ও আব্দুল খালেক […]