মাড়াইয়ের জন্য রাখা ধানের আঁটির গাঁদায় আগুন
সাইফুর নিশাদ,নরসিংদী : মনোহরদীর গ্রামে রাতের আঁধারে এক কৃষকের কেটে রাখা স্তুপিকৃত ধানের আঁটির গাঁদা কে বা কারা আগুনে পুড়ে সাফ করে দিয়েছে বলে অভিযোগ মিলেছে।মনোহরদীর পশ্চিম চালাকচর গ্রামের প্রবাসী মোস্তফা কামালের ২ বিঘে জমির পাকা ধান কেটে আঁটি বেঁধে মাড়াইয়ের জন্য মাঠে গাঁদা করে রাখা ছিলো।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,শনিবার রাত সাড়ে ১০ টার দিকে […]