তিন এসআইর ব্ল্যাকমেইল :টাকা দাও, রিপোর্ট পাল্টে দেব
ঢাকা প্রতিনিধি : ‘তুমি টাকা দাও, আমরা রিপোর্ট পরিবর্তন করে দিব। আর তোমার ছেলেকেও পুলিশ গ্রেপ্তার করবে না। জিনিস যতো কচলাইবা ততো ঝামেলা হইব। তুমি বুইঝা দেখো।’ভুক্তভোগী এক নারীর সঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) রাজিব সাহা এবং মোহাম্মদপুর থানার এসআই পবিত্র মণ্ডলের কথোপকথন এটি। কিশোর ছেলেকে ব্ল্যাকমেইল করে ওই নারীর কাছে ২ লাখ টাকা […]