হাসনাইন চৌধুরী :
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতারের পরপরই টালমাটাল অবস্থায় ছিল তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। একে একে দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে একসময়ের ঘনিষ্ঠ সহযোগীরা।
দুঃসময়ে উড়ে গেছে দলের সুখের পাখিরা। এভাবেই ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েছে ইমরান খানের তুমুল জনপ্রিয় পিটিআই। ভেঙে খান খান হওয়া সেই দল থেকেই শেকড় ছাড়ছে নতুন দল। নেতৃত্বে পিটিআই’র সেই দলত্যাগী নেতারাই।
ইস্তেকাম-এ-পাকিস্তান পার্টি (আইপিপি): গত ৮ জুন আনুষ্ঠানিকভাবে দলটি গঠিত হয়। সদ্য ভূমিষ্ঠ দলটির প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর তারিন। পিটিআইয়ের বাঘা বাঘা সব সহকর্মী যোগ দেওয়ায় ইতোমধ্যেই সবার নজর কেড়েছে আইপিপি। কিন্তু দলটি এখনো পাকিস্তান নির্বাচন কমিশনে (ইসিপি) নিবন্ধিত হয়নি। সে কারণে আসন্ন পাকিস্তানের সাধারণ নির্বাচনে দলটির অংশগ্রহণ এখনো প্রশ্নবিদ্ধ।
উৎপত্তি এবং গঠন: জাহাঙ্গীর তারিন ও ইমরান খানের মধ্যকার দ্বন্দ্বের ফসল আজকের আইপিপি। একটি বক্তব্যে ইমরান খান জাহাঙ্গীর তারিন এবং আলিম খানের বিরুদ্ধে ‘অবৈধ সুবিধা’ নেওয়ার অভিযোগ করেন।
এমনকি তারিনের চিনিকল কেলেঙ্কারির প্রসঙ্গে ইমরান খান বলেন, ‘তারিন তাদের পাশে দাঁড়িয়েছেন যারা দেশের সবচেয়ে বড় ডাকাত। আমি তদন্তের নির্দেশ দিলে তারিনের সঙ্গে মতপার্থক্য তৈরি হয়।’
আলিম খানও তার ৩০০ একর জমি ইমরান খানের মাধ্যমে বৈধ করার চেষ্টা করছিলেন। এরপর ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরান খান গ্রেফতারের পর দেশব্যাপী শুরু হয় লঙ্কাকাণ্ড। এ ঘটনায় দলটির হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে নেওয়া হয়। সরকার-সেনাবাহিনী মিলে টেনেহিঁচড়ে মামলা নিয়ে যায় সামরিক আদালতে। প্রাণ বাঁচাতে ছত্রভঙ্গ হয়ে পড়েন পিটিআই কর্মীরা। ঠিক এই সুযোগেই গঠিত হয় আইপিপি।
উর্দুতে ‘ইস্তেকাম’ শব্দের অর্থ ‘স্থিতিশীলতা’। পাকিস্তানের বর্তমান অবস্থার পরিবর্তন ঘটিয়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই হবে দলটির মুখ্য উদ্দেশ্য।
নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি: নতুন এ দলটির প্রধান পৃষ্ঠপোষক হিসাবে কাজ করবেন জাহাঙ্গীর তারিন। সভাপতির ভূমিকায় থাকবেন আলিম খান। প্রথম মহাসচিব আমির মোহাম্মদ কিয়ানি এবং অতিরিক্ত মহাসচিবের মুখপাত্রের দায়িত্বে থাকবেন আউন চৌধুরী। পাকিস্তানের সাবেক জেনারেল কয়েদ-ই-আজমের আদর্শেই আইপিপিকে সামনে এগিয়ে নিতে চান দলটির কর্মীরা।
আনুষ্ঠানিকীকরণের রাস্তা: ইস্তেকাম-এ-পাকিস্তান পার্টি পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) কাছে ১৮ জুলাই দলীয় নিবন্ধনের জন্য আবেদন জমা দেন। নির্বাচনি প্রতীক হিসাবে তারা ‘ঈগল’ বেছে নেয়, যা ঊর্ধ্বমুখী দৃষ্টি, দৃঢ়তা এবং আকাঙ্ক্ষার প্রতীক।
পাঞ্জাবের আঞ্চলিক কমিটি: একটি শক্তিশালী রাজনৈতিক ভিত্তি গড়ে তোলার লক্ষ্যে পাঞ্জাবে বিভিন্ন স্থানে আঞ্চলিক কমিটি ঘটন করছে আইপিপি। ঐক্য এবং প্রতিনিধিত্বের ওপর জোর দিয়ে কমিটিগুলো স্থানীয় নেতাদের সম্পৃক্ত করে আঞ্চলিক সমস্যাগুলো সমাধানে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিটি অঞ্চলে নিয়োগ করা হয়েছে নেতাদের।
লাহোর বিভাগ: লাহোর বিভাগ কমিটিতে অভিজ্ঞতা এবং দক্ষ নেতাকর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। কমিটিতে মুরাদ রাস, মিয়া খালিদ মেহমুদ, মুহাম্মদ শোয়েব সিদ্দিকী, মিয়ান জলিল আহমেদ, রায় আসলাম খারাল এবং মুহাম্মদ আমিন জুলকারনাইনের মতো বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। জনবহুল শহর লাহোরের সঙ্গে সংযোগ স্থাপন করতে এবং আইপিপি’র ঐক্য ও অগ্রগতির বার্তাকে প্রসারিত করতে প্রস্তুত।
রাওয়ালপিন্ডি বিভাগ : রাজা ইয়াওয়ার কামাল খান, ফাইয়াজ উল হাসান চোহান এবং শেখ তারিক আইপিপির রাওয়ালপিন্ডি বিভাগ কমিটির নেতৃত্ব দেবেন। তাদের সম্মিলিত জ্ঞান এবং অন্তর্দৃষ্টি দিয়ে তারা রাওয়ালপিন্ডি বিভাগের অনন্য চ্যালেঞ্জ এবং আকাক্সক্ষাগুলোকে মোকাবিলা করবে।
ফয়সালাবাদ বিভাগ : মুহাম্মদ আজমল চিমা, চৌধুরী জহিরউদ্দিন, চৌধুরী আলী আক্তার খান, কাশিফ আশফাক এবং শেখ ইয়াকুব আইপিপি’র ফয়সালাবাদ বিভাগ কমিটির নেতৃত্বে রয়েছেন। আশা করা হচ্ছে এ কমিটি ফয়সালাবাদ অঞ্চলে ইতিবাচক পরিবর্তন এবং উন্নয়নের দিকে নিয়ে যাবে।
গুজরানওয়ালা বিভাগ : রানা নাজির আহমেদ খান, সৈয়দ সাইদ উল হাসান, চৌধুরী মুহম্মদ আখলাক এবং মামুন জাফর তারার আইপিপি’র গুজরানওয়ালা বিভাগ কমিটির প্রধান। বিভিন্ন স্তরের নেতাদের মিশেলে এই কমিটি গুজরানওয়ালা বিভাগের অনন্য চাহিদাগুলো সমাধান করার জন্য প্রস্তুত।
সাহিওয়াল বিভাগ : সাহিওয়াল কমিটি নোমান আহমেদ ল্যাংরিয়াল, নওরেজ শাকুর, মোহাম্মদ শাহ, দেওয়ান আখলাক, দেওয়ান আজমত এবং মেহর শাদ কাথিয়াসহ বিভিন্ন নেতাদের নিয়োগ দেওয়া হয়েছে। এই দলটির লক্ষ্য সাহিওয়াল বিভাগের নির্দিষ্ট চাহিদা পূরণ করা এবং আইপিপি’র সামগ্রিক মিশনে অবদান রাখা।
বা
হাওয়ালপুর বিভাগ : সৈয়দ মবিন আহমেদ এবং তেহসিন গার্দেজি আইপিপির বাহাওয়ালপুর বিভাগ কমিটির নেতৃত্ব দেন। বাহাওয়ালপুরের বাসিন্দাদের জন্য তারা কাজ করে যাবে বলে প্রতিশ্রুতিবদ্ধ।
হাসনাইন চৌধুরী : পাকিস্তানের শীর্ষ স্থানীয় টিভি চ্যানেল হাম নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক, লাহোর প্রেস ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত