জাহিদ হোসেন জনি
কুয়েত প্রতিনিধি
জীবিকার তাগিদে কুয়েতে এসে ৬ দিনের মাথায় মৃত্যুবরণ করলেন জাইদুল ইসলাম(২৮) নামের এক বাংলাদেশি তরুণ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্ট্রোক করে মারা যান তিনি।
নতুন ভিসায় কুয়েতের একটি কোম্পানিতে আসছেন জাইদুল। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার চরেরগাঁও গ্রামে।
নিহতের নিকটাত্মীয় জাবের হোসাইন জানান, জাইদুল ইসলাম বুধবার অতিরিক্ত গরমের কারণে স্ট্রোক করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজকে চিকিৎসাধীন অবস্থায় সে সেখানে মৃত্যুবরণ করে।
জাইদুলের মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার লাশ দেশে প্রেরণ করা হবে।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত